লোকাল কম্পিউটার এর গিটহাব এর সাথে কানেক্টেড ফোল্ডার টা কিভাবে রিমোভ করবেন (.git <= folder)?

Step-0: ফোল্ডার টা ভিজ্যুয়াল ষ্টুডিও কোড দিয়ে ওপেন করবেন। এরপর ctrl + j প্রেস  করবেন। তাহলে ভিজ্যুয়াল ষ্টুডিও কোড এর টার্মিনাল টা ওপেন হবে। এরপর স্ক্রীনশট অনুসারে প্লাস (+) এর পাশে ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে একটা লিস্ট দেখবেন, ঐ লিস্ট থেকে গিট bash সিলেক্ট করেন ।






Step1: এরপর rm -rf .git কমান্ড টি দিলেই হবে। 



OR 

Step ২: লোকাল কম্পিউটার এ ফোল্ডার টাতে যাবেন। এরপর view তে ক্লিক করবেন। এরপর hidden items এ চেক মার্ক দিবেন। তাহলে .git folder টা দেখতে পারবেন। এরপর .git ফোল্ডার টা ডিলিট করে দিলেই হবে। 



No comments:

Post a Comment

Pages