যদি আপনার দুইটা গিটহাব একাউন্ট থাকে ধরুন আপনার আগে একটা ছিল সেইটা লগআউট হয়ে নতুন একটা গিটহাব একাউন্ট লগইন করে একটা রিপোজিটরি ক্রিয়েট করে কোড পুশ করতে গেলেন তাহলে এই এরর টা দিবে
এই এরর এর জন্য আপনাকে কয়েকটা স্টেপ শুধু ফলো করতে হবে
স্টেপ ১ => সার্চ গিয়ে credential manager এইটা লিখতে credential manager আসবে সেইটাই ক্লিক করে উইন্ডোস ক্রেডিয়ানশিয়াল থেকে থেকে গিটহাব খুঁজে বের করে আগের টা রিমুভ করে দিবেন
স্টেপ ২=> স্টেপ ১ ফলো করার পর শুধু আপনার টার্মিনাল এ এসে আগে যদি গিট্ পুশ করার ট্রাই করে থাকেন তাহলে
rm -rf .git <= টার্মিনালে এই কমান্ড টি দিলে .git ফোল্ডার টি রিমুভ হয়ে যাবে।
এর পর থেকে গিটহাবের কমান্ড গুলো আবার প্রথম থেকে দেওয়া যাবে।
Or
This pc ওপেন করে প্রজেক্টের ফোল্ডারে গিয়ে .git ফোল্ডার টি ডিলিট করে দিলে ও হবে। তবে এক্ষেত্রে যদি ফাইল টি হিডেন করা থাকে তখন দেখা যাবে না। তাহলে উপর থেকে view অপশন এ যেতে হবে। তারপর current view কমান্ড গ্রুপ থেকে Hidden Items এ চেক করে দিতে হবে। এতে .git আনহিডেন হয়ে দেখা যাবে।
ডেপ্লয় করার পর যদি 404 There isn't a GitHub Pages site here
solve_process
আপনার গিটহাব রিপোজিটরিতে যাবেন এবং সেখানে যদি আপনার html ফাইল এর নাম উপরের ছবিতে মার্ক করা ফাইল এর নামের মত সেম হয় তাহলে লাইভ লিংক এর শেষে সেই ফাইল এর নাম /index.html দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। নিচের ছবিতে সেটা দেখানো হলো
রিপোসিটোরিতে যদি index.html ফাইল নামে কোন ফাইল না থাকে, অন্য কোন নামে থাকে তাহলে ইউআরএল এর শেষে “/” দিয়ে সেই ফাইল এর নাম দিতে হবে।
উপরের ছবিতে মার্ক করা ছবির মতো index.html ফাইল নেম এর পরিবর্তে অন্য কোন নাম যদি দেওয়া থাকে সেটা যে কোন নাম হতে পারে তাহলে সেই নামটা ইউআরএল এর শেষে “/” এর পর দিতে হবে। নিচের ছবিতে সেটা দেখানো হল
No comments:
Post a Comment